০ থেকে ১ বছরের মধ্যে কোন বাচ্চার জন্ম নিবন্ধন পুরুপুরি ভাবে আমাদের পরিষদের তরফ থেকে ফ্রি করা হয়েছে। সুতরাং, আপনারা সবাই নিজেরা সচেতনতার সহিত আপনাদের সঠিক কাগজ পত্র নিয়ে অতিশীগ্রই আমাদের ইউনিয়ন অফিসে এসে যোগাযোগ করার জন্য বলা হলো।
কি কি কাগজ লাগবেঃ
১। পিতা + মাতার ডিজিটাল বাংলা+ইংরেজী জন্ম সনদ (আবশ্যক)
২। বাচ্চার টিকা কার্ডের ফটোকপি (যদি থাকে)
[ বিঃদ্রঃ যদি কারো পিতা মাতার জন্ম সনদ বাংলা+ইংরেজী না থাকে অথবা শুধু বাংলা আছে হাতের লেখা তাহলে তাদের আইডি কার্ডের ফটোকপি + বাড়ির হোল্ডিং টেক্সের কাগজ নিয়ে আসবেন ]
টেক্স রশিদের একটা নমুনা দেয়া হলো নিচে -
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস